ঢাকা, ২৬ জুলাই – আর কখনও মঞ্চে ফেরা হবে না ব্যান্ড তারকা শাফিন আহমেদের। গাওয়া হবে না ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’-এর মতো শ্রোতানন্দিত সব গান।
হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বর্তমানে তার মরদেহ সেখানেই রয়েছে। শিগগিরই দেশে এনে সমাহিত করা হবে। বর্তমানে চলছে তারই প্রস্তুতি।
প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। পাশে তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে।
শাফিন আহমেদের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা…এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘নীলা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ অন্যতম।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।
আইএ/ ২৬ জুলাই ২০২৪