শিরোনাম ::
মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বান্দরবান দুই শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি::

চিম্বুক পাহাড় সংলগ্ন বাগানপাড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন পাড়া থেকে আসা দুই শতাধিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে সকালে চিম্বুক এলাকার ভাইট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদিনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে আসা ৯ জন চিকিৎসক এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিম্বুক বাগান পাড়ার কারবারি পায়া ম্রো জানান, চিম্বুক পাহাড় এলাকাসহ বিভিন্ন পাড়ার দুই শতাধিক মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে এসেছেন। তারা বিনামূল্যে ঔষধ এবং সেবা পেয়ে খুবই খুশি বলে জানান কারবারি পায়া ম্রো।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদ্দিন জানান, চিকিৎসা ক্যাম্পে আসা রোগীদের মধ্যে রক্তশূন্যতা, গর্ভবতী মায়েদের গর্ভকালীন বিভিন্ন জটিলতা, ওজন কমে যাওয়া, দন্ত সমস‍্যা, কৃমি আক্রান্তসহ বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্তব্যরত ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন।

তিনি জানান, এই অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা বাড়াতে জনপ্রতিনিধিদের আরো উদ্যোগী হওয়া দরকার। এছাড়া গর্ভবতী মহিলা ও শিশুদের যত্নে অভিভাবকদের সচেতন থাকা খুবই জরুরী বলে তিনি মন্তব্য করেন ডা: নয়ন সালাউদ্দিন।

ফ্রি মেডিকেল ক‍্যাম্পে চিকিৎসা সেবা প্রদানকারী অন‍্যান‍্য চিকিৎসকগণ হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ খালেদ বিন হোসাইন, নিউরো সার্জন ডাঃ মাজেদ সুলতান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুলতানা আলম, ডেন্টাল সার্জন ডাঃ মনজুর ই মাহবুব, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তামান্না আফরিন, কিডনি বিশেষজ্ঞ ডাঃ শফিউল হায়দার রুশ্নি, শিশু বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস রুমা ও বান্দরবান সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ মেথুই চিং।

বান্দরবান প্রেসক্লাব, রোটারী ক্লাব অব বান্দরবান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস যৌথভাবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সার্বিক সহযোগিতা প্রদান করে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়।


আরো খবর: