বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বান্দরবানে মায়ানমারের ৩ নাগরিক আটক, কোর্টের রায়ে ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩১ মে, ২০২২

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে বিদেশী নাগরিক মামলায় তিনজন আসামীদেরকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অনাদায়ে আরও ৬মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বান্দরবান জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত(১)

আজ মঙ্গলবার ৩১মে ১২টায় দিকে বান্দরবান জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ,এস,এম এমরান এই রায় ঘোষনা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ১.উশেসিং মার্মা (২০)পিতা- চেথৌ মার্মা,মাতা- নেমাউ মার্মা সাং-থামোসাই পাড়া,মংডু দেশ মায়ানমার ২. নিজোহাই রাখাইন (২৬) পিতা-থি হাই মং রাখাইন, – আমন জো পাড়া, সাই থুই, দেশ মায়ানমার, ৩.ছনো থং রাখাইন (২০) পিতা- অং থোয়াই মং রাখাইন, মাতা- সুই বদি সাং-বোথি কুং পাড়া ।

আসামীদের ১৯৪৬ সালের বিদেশী নাগরিক সমপর্কিত আাইনের ১৪ধারার অপরাদে সাজা দেওয়া হয়েছে।

দণ্ডিত ৩ জন আসামীরা মংডু দেশ মায়ানমারের নাগরিক, আদালত সূত্রে জানা গেছে।


আরো খবর: