বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণের নিষেধাজ্ঞার সময় বাড়লো

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদমে ও থানচি উপজেলায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বান্দরবানের পর্যটনসমৃদ্ধ ৪টি উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে হয়েছে।

এর আগে জারি করা বিজ্ঞপ্তিতে ৪ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছিল।


আরো খবর: