শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

বান্দরবানের সাঙ্গু নদীতে থেকে আহনাফ আকিব (২২) ও তার বোন আদনীনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিলেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আদনীন ও দুপুরে আকিবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া আকিব আদনান ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ও তার বোন আদনীন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লার ইচদারগ্রামের বাসিন্দা ব্যবসায়ী জহিরুল ইসলামের সন্তান। সন্তানদের নিখোঁজের খবরে ফতুল্লা থেকে ছুটে আসেন মা সাইদা শিউলী ও মামা শামীম রানা।

পুলিশ জানান, বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকা‌ ক‌রে সাঙ্গু নদী পথে বেতছড়ায় বেড়া‌তে আসেন। এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল কর‌তে নামলে তিনজন নদীতে তলিয়ে যায়। এর মধ্যে শুক্রবার মারিয়া নামে এক পর্যটককে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আকিব ও আদনীন নিখোঁজ ছিলেন।

মামা শামীম রানা জানান, নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি দল গত ২২ ডিসেম্বর সকালে বান্দরবান ভ্রমণে আসেন। তারা বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে দেখেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে তারা নৌকা নিয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তারাছা ঝর্ণায় পৌঁছায়। ঝর্ণা দেখার পরে তারা সবাই সাঙ্গু নদীতে গোসল করতে নামে। নদীতে মারিয়া তলিয়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসে আহনাফ ও আদনীন। পরে তারাও তলিয়ে যায়। নিহতদের লাশ নারায়ণগঞ্জে নেওয়া হবে।


আরো খবর: