শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪


ঢাকা, ০১ নভেম্বর – বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক এক্স পোস্টে (সাবেক টুইটার) তিনি এসব অভিযোগ এনে বাংলাদেশের কড়া সমালোচনা করেন।

মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

তবে তার সময়ে এমনটি কখনো ঘটেনি বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কমলা (আরেক প্রেসিডেন্ট প্রার্থী) ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনবো!’

ট্রাম্প আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের হাত থেকে আমরা যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করবো।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ নভেম্বর ২০২৪



আরো খবর: