বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪


ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


আরও পড়ুন: গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নিহত ৫০


গ্রেফতারকৃতরা হলো, আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা ৩ জনেই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য।


প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিলো হিন্দুত্ববাদী সংগঠন “বজরং” দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তারা যে “বজরং” দলেরই সদস্য, তা স্বীকার করেছেন ঐ সংগঠনের নেতা বাপন বিশ্বাস। তিনি বলেন, গ্রেফতার হওয়া ৩ জনকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা “বড় আন্দোলনের” পথে হাঁটবেন।



কঙ্গোতে রহস্যময় রোগে ১৪৩ জনের মৃত্যু


সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, উত্তর ২৪ পরগনার বারাসত রেলওয়ে স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপরে দাঁড়ানোর অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হল। বুধবার বারাসত স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে রং দিয়ে বাংলাদেশের পতাকা আঁকতে থাকেন বজরং দলের সদস্যরা। এরপর সেই পতাকা এঁকে পা দিয়ে মাড়ানোর অভিযোগ ওঠে এবং আর সেই খবর পেয়েই ৩ জনকে গ্রেফতার করেছে বারাসত পুলিশ।


সান নিউজ/এমএইচ



আরো খবর: