নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে পালিত হচ্ছে বাঙালির শেকড়ের উৎসব পহেলা বৈশাখ। সূর্য উদয়ের সাথে সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি, গান, কবিতা, কথামালা, নৃত্য, অনুষ্ঠানমালা দিয়ে জমজমাট হয়ে উঠে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গন।
এরপরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। অশুভ অসংগতি মহামারি অতিক্রম করে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশায় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করা হচ্ছে।