শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বন্যায় ও বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান,আটক ৪

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান। আজ বুধবার সকালে ২৫ হাজার ইয়াবা এবং অন্যান্য মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরীর পাচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, জব্দ করা ২৫ হাজার ইয়াবার মধ্যে ঢাকাগামী কক্সবাজারের একটি বাসেই পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. দিদার (৩৪), মো. সোয়াইব সরকার (৪৮), মো. রফিক (৩৮) ও মো. তৈয়ব ২৮। দিদার ও সোয়াইবকে মুরাদপুর থেকে এবং অন্য দুজনকে বন্দর থানার কলসীদীঘির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পাচলাইশ থানার উপপুলিশ পরিদর্শক মো আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নগরীর মুরাদপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে দুইজনকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘ইয়াবাগুলো বন্দরের কলসী দীঘির পাড়ে নিয়ে গিয়ে সেখানে বিক্রির জন্য প্যাকেটজাত করার কথা ছিল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি দুজনকে ৫ হাজার ১২০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়।’

এস আই আফতাব জানান, কলসী দীঘির সেই বাসায় একটি মাল্টিপারপাস সমিতি ও একজন ভুয়া আইনজীবীর নামে সাইনবোর্ড টানিয়ে সেখানে এই কাজ চালাতেই চক্রটি। তাদের বিরুদ্ধে পাচলাইশ থানায় মামলা করা হয়েছে।


আরো খবর: