শিরোনাম ::
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বছরে দু’বার অমিতাভের জন্মদিন, কেন?

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪


মুম্বাই, ১১ অক্টোবর – বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তার অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন বহু প্রজন্মকে। আজও তার অভিনয় দশ গোল দিতে পারে অনেককে। আজ (১১ অক্টোবর) তার জন্মদিন।

সারা বিশ্ব থেকে আসা অগণিত ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য মুম্বাইয়ের জলসার বাইরে অপেক্ষা করেন বিশেষ দিনটিতেও। কিন্তু, জানেন কি বচ্চন সাহেবের বছরে দু’দিন জন্মদিন পালিত হয়। ১৮৪২ সালের ১১ অক্টোবর, এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ।

সেই দিন প্রতি বছরই ধুমধাম করে জন্মদিন পালন হয়। একইসঙ্গে তার দ্বিতীয় জন্মদিন ২ আগস্ট পালন করেন অনেকেই। এ আবার কেমন কথা। একই মানুষের বছরে দু’বার জন্মদিন হয় নাকি কখনও? কিংবদন্তী অভিনেতা ক্ষেত্রে এমনটি ঘটেছে।

অভিনেতা ১৯৮২ সালে কুলি-র শুটিংয়ের সময় মারাত্মক আহত হয়েছিলেন। পুনিত ইসারের সঙ্গে একটি দৃশ্যের শুটিংয়ে ঘটনাক্রমে তার পেটে চোট লাগে। যে কারণে অমিতাভ জ্ঞান হারান এবং তড়িঘড়ি অপারেশনের জন্য বেঙ্গালুরুর সেন্ট ফিলোমেনা হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা যায়, কুলির সেটে দুর্ঘটনার পর পেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুপারস্টারকে ক্লিনিক্যালি মৃত বলেও ঘোষণা করা হয়েছিল সেই সময়। কয়েক ঘণ্টা চিকিৎসার পর ২ আগস্ট, ১৮৮২-এ ডাক্তাররা তাকে একটি অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়েছিলেন এরপর তিনি সুস্থ হয়েছিলেন।

আইএ/ ১১ অক্টোবর ২০২৪



আরো খবর: