শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফেসবুকে ‘হাহা’ দেওয়ায় রাজশাহী কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
ফেসবুকে ‘হাহা’ দেওয়ায় রাজশাহী কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত




ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়্যাক্ট দেওয়ায় রাজশাহী কলেজ শিক্ষার্থী তিহাস(২১) কে ছুরিকাঘাত করে তার এক সহপাঠীসহ দুর্বৃত্তরা। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় রাজশাহী কলেজ মাঠে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিহাসকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে করা হয়েছে।

তিহাস রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে রাজশাহী কলেজ মাঠে অবস্থান করেছিল। এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবে দিনে-দুপুরে কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করায় অন্যান্য শিক্ষার্থীরাও তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তিহাসকে তার সহপাঠী কিবরিয়া ছুরিকাঘাত করেছে। সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনাস্থলে কিবরিয়ার সাথে বহিরাগত আরেকজন ছিল বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়া বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।









আরো খবর: