ইসলামবাদ, ০১ অক্টোবর – ঝগড়ার জের ধরে বিচ্ছেদ হয়েছে বছর তিনেক আগে। সেই ক্ষোভ এখনও রয়ে গেছে মনে। তাই সাবেক স্বামী আবার বিয়ে করায় তার ঘরই জ্বালিয়ে দিলেন এক নারী। এতে দগ্ধ হয়েছেন সাবেক স্বামীর ভাই। পুড়ে যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে এক নারী তার সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তার তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। গেল শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার ওয়ালিমার অনুষ্ঠান ছিল সেদিন রাতেই আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।আদনান তার বিয়ের অনুষ্ঠানে থাকার সময় তার সাবেক স্ত্রী বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত সালেহা তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে এ ঘটনা ঘটায়। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এরপর থেকে তারা আদনানের বাবা-মায়ের পাশের একটি বাড়িতেই থাকতেন। তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তার পিতামাতার বাড়িতে ফিরে আসেন।সূত্র: কালবেলাআইএ/ ০১ অক্টোবর ২০২৪