শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ


লন্ডন, ১২ নভেম্বর – ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাইড পার্কে বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ নামে বিক্ষোভ স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে শনিবার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণ দিবস বা আর্মিস্টিক ডে। একই দিনে স্মরণ অনুষ্ঠান ও বিক্ষোভ থাকায় সংঘর্ষের আশঙ্কায় সতর্ক অবস্থায় ছিল পুলিশ।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন যুক্তরাজ্যের মানুষ।

তবে, আর্মিস্টিক ডের দিন ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ ডাকায় প্রধানমন্ত্রী সুনাক এর সমালোচনা করেন।

যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনিদের সমর্থনে শনিবার ফ্রান্সের তুলুজ, জার্মানির বার্লিন ও শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ নভেম্বর ২০২৩





আরো খবর: