শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফাইনালে বাংলাদেশ!

ডেস্ক নিউজ
আপডেট: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলো। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো লাল-সবুজ জার্সিধারীরা। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার বিকালে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে হারলেও অবশ্য ফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। সেক্ষেত্রে একটা সেট জিততে হতো। তবে আল জাবির-হরষিতরা রোমাঞ্চকর ম্যাচই উপহার দিয়েছেন।

শুরুতে এগিয়ে থেকেও প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলীপোর আরজির দল। উজবেকিস্তানকে উড়িয়ে দেয় ২৫-১৪ পয়েন্টে। এই সেটের জয়ে বাংলাদেশের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে যায়।

এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে মালদ্বীপকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পান্না ঘোষরা।

অবশ্য তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হেরে যায় লাল-সবুজ দল। চতুর্থ সেটে জাবির-সজীবদের সামনে দাঁড়াতেই পারেনি উজবেকিস্তান; উড়ে যায় ২৫-১৩ পয়েন্টে। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানে বাংলাদেশের জয় ১৫-১৩ পয়েন্টে।

মেয়েদের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও উজবেকিস্তান।


আরো খবর: