সংবাদ বিজ্ঞপ্তি ::
আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় শহরের লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদিউল আলম সিকদার, সাবেক পৌর চেয়ারম্যান নূরুল আবছার, আব্দুল খালেক, মাহবুবুল হক মুকুল, এডভোকেট মমতাজ, কাজী মোস্তাক আহমদ শামীম, এডভোকেট তাপস রক্ষিত, রহিম উদ্দিন, নুরুল আজিম কনক, কাউন্সিলর এম এ মঞ্জুর, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউর রহমান রেজা, কাউন্সিলর মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, আসিফ উল মাওলা, নাজমুল হোসাইন নাজিম, আতিক উল্লাহ কোম্পানি, সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল মাওলা, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, কৃতি ফুটবলার মামুনুল করিম মামুন, জেলা যুবলীগ নেতা জাহিদ ইফতেখার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, সহ-সভাপতি মইন উদ্দিন, ডাক্তার সাকিব রেজা, সৌদি আরবস্থ মক্কা প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকের উল্লাহ শাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকসহ কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ঘরের সন্তান, ভাই, বন্ধু-স্বজন হিসেবে আবারও জনসেবার ব্রত নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করে লিখিত বক্তব্যে সাবেক মেয়র মুজিবুর রহমান বলেন, “আমি বিগত ১৪ বছর কক্সবাজার সদরের গুরুত্বপূর্ণ ইউনিয়ন ঝিলংজার চেয়ারম্যান ছিলাম, ৫ বছর কক্সবাজার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া দীর্ঘদিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর বর্তমানে টানা দুই মেয়াদে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।”
“সাবেক একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কক্সবাজার পৌরসভাকে যেভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে সাজিয়েছি সেভাবেই সদর উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোকেও সাজাতে চাই।”
বিশেষ করে “ঝিলংজা, খুরুশকুল, পিএমখালী, চৌফলদন্ডী ও ভারুয়াখালী ইউনিয়নকে আধুনিকায়নের মাধ্যমে ম্মার্ট উপজেলায় রূপান্তরের ইচ্ছে পোষন করছি। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে মাননীয় সরকার প্রধান, প্রিয়নেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎও করেছি। তিনি আমাকে সদর উপজেলায় নির্বাচন করার মৌখিক সম্মতি দিয়েছেন।”
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে আমি আবারও জনসেবার স্বপ্ন নিয়ে আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করছি। এ জন্য প্রাণপ্রিয় ভোটারগণ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং কক্সবাজার সদর উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন সাবেক এই জনপ্রতিনিধি।
একই সাথে নির্বাচিত হলে কক্সবাজার পৌরসভার মতো সদরের প্রতিটি গ্রামকে আধুনিক শহরে রূপান্তর করাসহ সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে কক্সবাজার সদর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন মুজিবুর রহমান।