মেজর (অব.) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে পরিদর্শক লিয়াকত আলী ও ওসি প্রদীপের ফাঁসির আদেশ ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার পর আদালত থেকে বের করে আনা হয়েছে আসামিদের। এর মধ্যে ওসি প্রদীপকে বের করে আসার সময় চিৎকার করে উল্লাস প্রকাশ করেন উপস্থিত সাধারণ জনগণ। এ সময় ‘খুনি’ বলে স্লোগান দিতে থাকেন তারা।
খালাস পাওয়া অন্যান্য আসামিদের স্বজনরাও আনন্দে কেঁদে ফেলেন আদালত চত্বরে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও রায়ে সন্তুষ্টি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আর এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা ৬ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। সেই সাথে এপিবিএন এর সদস্য এসআই শাহজাহান ও কনস্টেবল রাজিবসহ ৭ জনকে খালাস প্রদান করা হয়েছে।
যমুনা অনলাইন