শিরোনাম ::
ঘুষ-বাণিজ্য সিআইডি’তে, দাবিকৃত টাকা মাত্র একলাখ : কাঙ্ক্ষিত টাকা না পেয়ে হয়রানির অভিযোগ শামছু’র বিরুদ্ধে! ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ অস্বস্তিতে ভারত গাজায় গভীর রাতে তাঁবু ক্যাম্পে হামলা, নিহত ৪০ জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু, রাশিয়ার নেতৃত্বে লাভরভ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করলো যুক্তরাষ্ট্র স্থানীয়দের দাবী না মানলে প্রতিরোধ করবে জনগণ- ক্যাম্পের শিক্ষক আন্দোলনে জামী চৌধুরী ব্রিটিশ রাজবধূ ক্যানসারমুক্ত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, ৫ একর বনভূমি দখলমুক্ত আছাদুজ্জামান মিয়াকে নেয়া হলো আদালতে ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২

গত ১ এপ্রিল দৈনিক কক্সবাজার পত্রিকার ২য় পৃষ্ঠায় প্রকাশিত উখিয়ায় দিনমজুর সৈয়দ হোসেন কে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্তের দাবি। একইদিন কয়েকটি অন লাইন নিউজ পোর্টালে অনুরূপ সংবাদ আমার দৃষ্টি গোচর হওয়ায় উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সমূহ মিথ্যা ও ভিত্তহীন। আমি ইয়াবা ব্যবসায় কখনো জড়িত ছিলাম না। আমাকে বিজিবির সোর্স বা দালাল বলে সংবাদপত্রে উল্লেখ করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত। সমাজে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইয়াবা কারবারীরা মিথ্যার আশ্রয় নিয়েছে।

বাস্তব ঘটনা হচ্ছে আবদু সবুরের পুত্র ছৈয়দ হোছন ও কামাল হোসেন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গত ২১ মার্চ ৩০ হাজার ইয়াবা সহ ৩৪ বিজিবি সদস্যরা ছৈয়দ হোসেন সহ কয়েক জন মাদক পাচারকারীকে আটক ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজিবি আমাকে স্বাক্ষী করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইয়াবা কারবারীরা ষড়যন্ত্র মূলক আমার জড়িয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে।

মূলত রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া ও তুলাতুলি গ্রাম সহ পূর্বাঞ্চলের সীমান্ত ইয়াবা ব্যবসা রমারমা। আমি একজন সচেতন নাগরিক হিসাবে স্হানীয় জনগন নিয়ে মরণনেশা ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। ইয়াবা পাচার বন্ধে সংবাদ সম্মেলন করেছি। একই সাথে সীমান্তে দায়িত্ব নিয়োজিত বিজিবিকে মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা করে থাকি। এতে মাদক কারবারিরা আমার পিছনে লেগেছে । তাদের ইয়াবা ব্যবসা ধামাচাপা দিতে আজে বাজে অভিযোগ এনে আমাকে জড়ানো হচ্ছে। তা খুবই দুঃখ জনক।

আমি এহেন প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং উক্ত সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ রইল।

প্রতিবাদকারী
ইমাম হোসেন
পিতা ছব্বির আহমদ
গ্রাম, ডেইলপাড়া – তুলাতুলি
রাজাপালং ইউনিয়ন,
উখিয়া


আরো খবর: