বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নাজিম উদ্দিন,পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার মো.আলীর ছেলে মাহামুদুল হাসান,একই ইউনিয়নের বামুলা পাড়ার মৃত.নুরুল আলমের ছেলে মো.ওমর ফারুক ও সদর ইউনিয়নের পুর্ব মেহেরনামা এলাকার নুর মুহাম্মদের ছেলে মো.রিদুওয়ান।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,উপসহকারী পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন ও সৈয়দ নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে ৩জন আসামিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ওমর ফারুক ও রিদুওয়ান পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাদের শনিবার (আজ) আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো খবর: