শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় সাগর পথে পাচারের সময় বোটভর্তি কাঠ জব্দ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় নদী পথে পাচারের সময় বিপুল পরিমাণ চিরাইকাঠ জব্দ করেছে বনবিভাগ।

সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ উপকূলীয় বনবিভাগের ছনুয়া রেঞ্জের আওতাধীন মগনামা বনবিট কর্মকর্তা আবুল মনজুরের নেতৃত্বে অভিযান চালিয়ে বোটভর্তি এসব কাঠ জব্দ করে।

পরে কাঠ ভর্তি বোটটি মগনামা ঘাটে নিয়ে আসা হয়। সন্ধ্যার দিকে বোট থেকে কাঠগুলো মগনামা বিট কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

জানাগেছে, উপজেলার রাজাখালী ইউপির আরবশাহ বাজার থেকে একটি চক্র অবৈধভাবে বিভিন্ন প্রজাতির চিরাইকাঠ কুতুবদিয়ায় পাচার করছিল। খবর পেয়ে অভিযানে যান বনবিভাগ।

এসময় কুতুবদিয়া চ্যানেলের ছনুয়াখালের মোহনা থেকে ড্যানিস বোটভর্তি বিপুল পরিমান চিরাইকাঠ ও বোট জব্দ করে।

এব্যাপারে মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুর বলেন, অবৈধ কাঠ পাচারের খবর পেয়ে আমরা ছনুয়া খালের মোহনায় কাঠভর্তি বোটটির জন্য অপেক্ষা করি। আমাদের অভিযানের বোটটি দেখে কাঠভর্তি বোটে থাকা মাঝি-মাল্লাররা কুতুবদিয়া চ্যানেলের পানিতে ঝাপ দেয়। বোট ও কাঠগুলো জব্দ করে আমাদের হেফাজতে নিয়ে আসি।

এদিকে জব্দকৃত চিরাই কাঠগুলো মগনামা বিট কার্যালয়ে নিয়ে আসা হলেও ২৫ হাজার টাকার বিনিময়ে বোটটি ছেড়ে দেওয়ার জন্য দেনদরবার চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানায়।


আরো খবর: