শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় রুবি আক্তার (৪৫) নামের এক নারী পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ৩টায় এবিসি আঞ্চলিক মহাসড়কের মডেল স্কুল এন্ড কলেজ সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুতাবেপারী পাড়া এলাকার মৃত বদিউল আলমের মেয়ে। তার ১১ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সে দীর্ঘ দিন ধরে মানসিক রোগী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে মডেল স্কুল এন্ড কলেজ রোড হয়ে পূর্বে পাশে পারাপারের সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির এক ডাম্পার ট্রাক ওই মহিলাকে পিছন থেকে জোরে ধাক্কায় দেয়। এসময় সে ঘটনাস্থলে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়িটি জব্দ করে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

###


আরো খবর: