শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বড় ভাইকে পিটিয়ে হাত ভেঙে দিল ছোট ভাই

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে লাঠিপেটা করে হাত ভেঙে দিল আপন ছোট ভাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের জালিয়ারচাং পুরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু ছিদ্দিক (৪৮) একই এলাকার মৃত.নুরুল হকের ছেলে।

আহত আবু ছিদ্দিক বলেন, খেলনার পুতুল নিয়ে আমার শিশু কন্যা হালিমা খাতুন ও ভাতিজা রিফাজ উদ্দিনের মধ্যে ঝগড়া হয়। আমি গিয়ে দুই শিশুর ঝগড়া থামায়। এ সময় ছোট ভাই রেজাউল করিমের স্ত্রী খুকী আক্তার এসে অকত্যভাষায় গালমন্দ করে। ঝগড়া থামিয়ে আমি পুকুরপাড়ে কাজ করি।

ছোট ভাই রেজাউল করিম এ সময় বাড়িতে ছিলনা। তার স্ত্রী ফোন করে তাকে উস্কানি দেয়। এ সময় সে বাড়িতে এসে আমার ওপর হামলা চালায়। লাঠি দিয়ে পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। প্রানে বাঁচতে আমি পুকুরে ঝাঁপ দিই।

প্রত্যক্ষদর্শী, বড় বোন শামসুন্নাহার,চাচী মমতাজ বেগম বলেন,দুই শিশুর মধ্য ঝগড়া হয়। আবু ছিদ্দিক তাদের ঝগড়া থামায়। খুকী আক্তার এসে ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করে। রেজাউল করিমকে মুঠোফোনে বাড়িতে ডেকে এনে উত্তেজিত করে। পুকুরপাড়ে কাজ করার সময় রেজাউল করিম অতর্কিত হামলা চালায়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

স্থানীয়রা জানায়,রেজাউল করিম উশৃঙ্খল ব্যক্তি। এর আগেও সে তার বড় ভাইয়ের ওপর কয়েক দফা হামলা চালায়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান,এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর: