পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে টাগবোটে (সাহায্যকারী জলযান) ডাকাতির ঘটনায় মোজাম্মেল হক (৩৫) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.তাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মোজাম্মেল হক মগনামা ইউনিয়নের কালারপাড়া এলাকার নুর মোহাম্মদ লেদুর ছেলে। বর্তমানে তিনি নাপিতারদ্বিয়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.তাজ উদ্দিন বলেন,১আগষ্ট মধ্যরাতে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়ায় কাজিরঘোনা কুতুবদিয়া চ্যানেলের বঙ্গোপসাগরের মোহনায় নোঙর করে রাখা চায়না হারবাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির টাগবোটে ডাকাতি সংঘটিত হয়। ওই ঘটনায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপক সাকিব উদ্দিন চৌধুরী বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযেগে গোগন সংবাদের ভিত্তিতে নাপিতারদ্বিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর দু’দিন আগে আকতার আলম নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।