রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শনিবার এ দিবস দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার উলফাৎ জাহান চৌধুরী।

বক্তব্য রাখেন,পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ, মৌলবীবাজার ফারুকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ফৈজুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষক হলেন সমগ্র দেশের তথা জাতির মেরুদন্ড। একমাত্র শিক্ষকগণই তাদের জ্ঞানের আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। তাই প্রতিবছর ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবস একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন হয়ে থাকে। এসময় শিক্ষকদের সরকারী-বেসরকারী বৈষম্য নিরসন করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
আলোচনা সভা শেষে একটি র‌্যালী পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
###


আরো খবর: