শিরোনাম ::
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব সাফজয়ী নারী ফুটবলারদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব সাবেক মন্ত্রী মোকতাদির ৫ দিনের রিমান্ডে এবার জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগ কাতারে মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, বনভূমি দখল রোধ নিশ্চিতে মাইকিং প্রচারণা চকরিয়ায় অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি উখিয়া ও সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বন্দুক ও কার্তুজসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী দুটি এক নলা বন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

এসময় আবুল শামা নামের আরেক যুবক পালিয়ে যায়। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহমদ শফির ছেলে আবুল শামা (২৬)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা পালিয়ে যায়।

পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় তৈরি দুটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক জয়নালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার অপারেশন অফিসার (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, জয়নাল আবেদীন নামের এক যুবককে দুটি বন্দুক ও কার্তুজসহ থানায় হস্তান্তর করেছেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো খবর: