বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বনবিভাগের অভিযানে স্যালো মেশিন জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ জুলাই, ২০২২

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে স্যালো মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।

২৩ জুলাই ( শনিবার ) দুপুর ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, বনবিভাগের সংরক্ষিত জায়গায় একটি বালুখেকো সিন্ডিকেট স্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। খবর পেয়ে রমিজপাড়ায় অভিযান পরিচালনা করে বনবিভাগ। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।


আরো খবর: