বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ জুলাই, ২০২২

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন মৎস্য খাতে বর্তমান সরকারের নানা দিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উৎযাপিত হতে যাচ্ছে। আজ থেকে শুরু করে সপ্তাহব্যাপি এ আয়োজনের এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “। এ উপলক্ষে আপনাদের মাধ্যমে উপজেলার সকল মৎস্য চাষী, চিংড়ি চাষী, কাঁকড়া চাষী, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ীসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থ বছরের মাছ উৎপাদনের লক্ষ্য মাত্রা ছিলো ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। মাছ উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। ১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। ৩৮ বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থবছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬.২১লাখ মেট্রিক টন। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয়গুণ। বর্তমান সরকারের বাস্তবমূখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশের অধিক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবন- জীবিকা নির্বাহ করছে মৎস্যজাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদাপূরণ, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে।

পরিশেষে এটাই বলবো, আমাদের মৎস্য সপ্তাহের প্রতিটি অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা এবং আপনাদের মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২এর সফলতা কামনা করছি।


আরো খবর: