বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশ ভ্যানে বসে মমতাকে বাংলাদেশের কথা মনে করালেন রুদ্রনীল

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
পুলিশ ভ্যানে বসে মমতাকে বাংলাদেশের কথা মনে করালেন রুদ্রনীল


কলকাতা, ১৮ আগস্ট – উত্তাল কলকাতায় সাধারণ জনগণের পাশাপাশি রাজপথে নেমেছেন তারকারাও। কলকাতার আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামায় এবার আটক করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। পুলিশের গাড়িতে উঠেই একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে পোস্ট করেন।

পুলিশ ভ্যানে বসে লাইভ করা সেই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে। তাই আমাদের গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা, তাই আমাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন।’

তিনি আরও বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় শ্যামবাজার থেকে গ্রেপ্তার করল মমতা-পুলিশ। নিয়ে যাচ্ছে লালবাজারে। আপনার কত জেল আছে মুখ্যমন্ত্রী? বাংলার রাতজাগা সব মা বোনেদের বাবা ভাইয়ের গ্রপ্তার করার মতো জেল আছে? “রাত জেগেছে জনতা, ভয় পেয়েছে মমতা!’

গত ৮ আগস্ট ভোররাত আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। তাই প্রাথমিক ধারণা, গলা টিপে হত্যা করা হয় তাকে। এরপর থেকেই ফুঁসে ওঠেছে কলকাতা। আর এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে এ আন্দোলন।

আইএ/ ১৮ আগস্ট ২০২৪





আরো খবর: