সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, ২১ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫


 

কিশোরগঞ্জ, ০৩ ফেব্রুয়ারি – কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের হাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলার আসামি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরুজ্জামান বাবু উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি নৌকা প্রতীকে বিজয়ী হন। তার বাড়ি উপজেলার কামারকোনা গ্রামে। তিনি মৃত মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করতে উপজেলার বাহাদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আওয়ামী লীগের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. শাখাওয়াৎ হোসেনসহ একদল পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামি নুরুজ্জামান বাবুসহ জড়িতদের ধরতে অভিযান চালায়। তবে এ অভিযানে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: