বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশের অভিযানে অসুস্থ আসামির মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২

কক্সবাজারের ঈদগাঁওতে অভিযানের সময় অসুস্থ হয়ে পড়া পরোয়ানাভূক্ত এক আসামির মৃত্যু হয়েছে। ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার (১৭ জুলাই) ভোর রাতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসামির মৃত্যু হয়েছে। আসামি নুরুল কবির লেদু (৫৫) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকার মৃত সুলতান আহমদের পুত্র।
পুলিশ জানিয়েছে, নুরুল কবির লেদু গত ২০১৯ সালের ৪ ফেব্রয়ারী মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভূক্ত আসামি। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি হালিম বলেন, রোববার ভোর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকায় বাড়ীতে পলাতক আসামি নুরুল কবির লেদু অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পরিবারের সদস্যরা আসামির বুকে ব্যাথা জনিত অসুস্থতায় ভূগছেন বলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশের গাড়ী যোগে আসামি নুরুল কবির লেদুকে দ্রæত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান বলেন, ভোরে পুলিশ অসুস্থ এক আসামিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। মৃতের শরীরের বাইরে আঘাতের কোনো ধরণের চিহ্ন দেখা যায়নি। তারপরও শরীরের ভিতরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত এ চিকিৎসক।

মৃতদেহটি জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে বিনা ময়না তদন্তে দাফনের জন্য নিজবাড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম।


আরো খবর: