বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর হলে অনুচিত পন্থায় রফা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫


কলকাতা, ১৫ জানুয়ারি – ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই আলোচনা-সমালোচনা! সামাজিকমাধ্যমে সবসময় তার কোন না কোন বিষয় নিয়ে চর্চা হতেই থাকে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এর দ্বিতীয় মৌসুম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন স্বস্তিকা। সিরিজটিতে অভিনয়সহ নানা প্রসঙ্গে দেশটির আনন্দবাজার অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। আলাপে আলাপে উঠে এসেছে তাঁর ক্যারিয়ার, চলচ্চিত্র–ভাবনা, লিঙ্গবৈষম্যসহ নানা প্রসঙ্গ।

তাকে প্রশ্ন করা হয়- বর্তমান সময়েও কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দেখা যায়?

এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, অবশ্যই। ২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনও পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। মহিলাদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।

আগের তুলনায় একটুও কি পরিস্থিতির বদল ঘটেছে? এমন প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন, আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে! সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনাটা নিয়েও তো কত কাণ্ড! মানসিকতার যে কোনও রদবদলই হয়নি তা স্পষ্ট। এই পুরো ঘটনায় দোষী একজনই, যিনি চুমু খাওয়ার ভিডিও করেছিলেন আর ছড়িয়ে দিয়েছিলেন। তাকে নিয়ে তো কোনও কথাই হল না। তার অন্যায়টা নিয়ে কেউ কথা বলল না, উল্টো ভালোবেসে কেউ কিছু করলে সেটা নিয়ে হইচই করা হয়। মেয়েটি চুমু খেয়ে যত অপরাধ করল!

নতুন বছরের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন স্বস্তিকা। তার বয়ান এমন, প্রচুর কাজ করব। মূলত মুম্বাইয়ে কাজ করাটাই প্রধান লক্ষ্য। বাংলা ইন্ডাস্ট্রিতে যাদের সঙ্গে এখনও কাজ করিনি, তাদের সঙ্গে কাজ করব। এছাড়া কাজের বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে।

আইএ/ ১৫ জানুয়ারি ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর হলে অনুচিত পন্থায় রফা first appeared on DesheBideshe.



আরো খবর: