শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর জিয়াউল আলিয়ার বিপরীতে ছবি করার প্রস্তাবে ‘না’ বলে দিলেন শাহরুখ, কিন্তু কেন? লস অ্যাঞ্জেলেসে প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়ে গেছে দাবানলে বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা প্রশাসনের ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের আমরণ অনশন চলছে পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করবেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ!
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পান ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, টেকনাফের ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারের নাম ওসমান গনি (৩৬)।

তিনি পান ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করতেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, সোমবার (১৮ অক্টোবর) সূত্রাপুরের ৩৪ বিকে দাস রোড এলাকায় অভিযান চালিয়ে ওসমান গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের হ্নীলার মাদক ব্যবসায়ী।

তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার ওসমান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের সহযোগী। পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা নিয়ে এলে তিনি ৩০ হাজার টাকা করে পান। ইতোপূর্বে ঢাকার জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন তিনি।

গ্রেপ্তার ওসমান গাজীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও মাদক মামলা ছিল।


আরো খবর: