মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘পানামা খাল পুনরায় আমরা ফিরিয়ে নেবো’

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫


President-elect Donald Trump speaks at AmericaFest, Sunday, Dec. 22, 2024, in Phoenix. (AP Photo/Rick Scuteri)

ওয়াশিংটন, ২০ জানুয়ারি – শপথ গ্রহণের পর দেয়া বক্তব্য পানামা খাল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ এটা এমন একটা বোকা উপহার, যা আমাদের কখনো তৈরি করাই উচিত হয়নি’।

পানামা খাল চীনারা পরিচালনা করছে বলে ভুল অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প।

”আমরা এটা চীনকে দেইনি। আমরা আবার এটা ফিরিয়ে নেবো,” বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এই মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প একই দাবি করেছিলেন। সেই সময় সামরিক অভিযানের সম্ভাবনার কথাও তিনি উড়িয়ে দেননি।

সূত্র: বিবিসি বাংলা
আইএ/ ২০ জানুয়ারি ২০২৫



আরো খবর: