শিরোনাম ::
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী! কেন জানেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী! বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাঠ্যপুস্তকের বিতর্ক নিরসনে গুরুত্ব দেয়া হয়েছে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ০৮ জানুয়ারি – বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখার পরও ৫০ বছর ধরে চলমান বিতর্ক নিরসনেই এবারের পাঠ্যপুস্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে বই যায়নি। কোনো কোনো বছর বই গিয়েছিল জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দিয়েছি। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে- সেটি নিয়ে কোনো সম্পাদকীয়, উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলছি ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।

ওয়াহিদ উদ্দিন মহামুদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক অভিভাবক (ভিসি) বসিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পে আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা। দেশে এখনো মূল্যস্ফীতি বেশি আছে। আগামীতে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মজুরির হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দিতে পারবে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।

তিনি বলেন, জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। সুশাসিত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। সংস্কার বলি বা যাই বলি না কেন গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৫

 



আরো খবর: