শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাকিস্তানে বিমান ঘাটিতে জঙ্গি হামলা, ব্যাপক গোলাগুলি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
পাকিস্তানে বিমান ঘাটিতে জঙ্গি হামলা, ব্যাপক গোলাগুলি


ইসলামবাদ, ০৪ নভেম্বর – পাকিস্তানের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ছয়জন জঙ্গি ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাঁটিতে এই হামলা চালায়।

দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার দিনের প্রথম প্রহরেই পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে একটি জঙ্গি হামলা প্রতিরোধ করা হয়েছে। ঘাঁটিতে প্রবেশ করার আগেই তিন জঙ্গি নিহত হয়েছে। বাকি তিনজনকে কোণঠাসা করা হয়েছে।
জানা গেছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটায়।

সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি হামলায় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি সম্পূর্ণরূপে খালি করতে চিরুনি অভিযান চলছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৪ নভেম্বর ২০২৩





আরো খবর: