রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১১ জন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১১ জন


ইসলামাবাদ, ৩১ মার্চ – পাকিস্তানের করাচিতে একটি জাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে শুক্রবার এই জাকাত বিতরণ করা হচ্ছিল।

কিয়ামারি পুলিশ ১১ জন নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের

তবে পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ জানান, ৯ টি মৃতদেহ আব্বাসি শাহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের সাতজন নারী এবং দুইজন বালক।

কিয়ামারি জেলার ঊর্ধ্বতন পুলিশ সুপারিন্টেনডেন্ট ফিদা হুসেইন বলেন, জাকাত নিতে অসেন শত শত নারী। আর বিশাল ভিড় জমে যাওয়ার ভয়ে কোম্পানির স্টাফরা কারখানার ফটক বন্ধ করে দেয়। ভেতরে যারা জাকাত নিতে জড়ো হয়েছিলেন সেখানে লাইন ধরে দাঁড়ানোর কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পুলিশকেও জাকাত বিতরণের বিষয়ে কিছু জানানো হয়নি।

ভিড়ের মধ্যে গরমে এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন নারী অচেতন হয়ে পড়েন বলে জানান পুলিশ সুপার ফিদা হুসেইন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি জানান, এ ঘটনায় এরই মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: সমকাল
আইএ/ ৩১ মার্চ ২০২৩





আরো খবর: