ইসলামবাদ, ০২ জুলাই – পাকিস্তানে তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় পুলিশের তিনজন কর্মকর্তা ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে এক সন্ত্রাসীও নিহত হয়েছে।
রোববার দেশটির বেলুচিস্তানের শেরানির ধানা সার এলাকায় এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি
এক প্রতিবেদনে ডন জানায়, শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) বিলাল সাব্বির সন্ত্রাসী হামলায় হতাহতের খবর নিশ্চিত করে বলেছেন, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এতে একজন এফসি সদস্য আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত। তবে দুই সন্ত্রাসীও আহত হয়েছে।
শেরানির ডিসি আরও জানান, আহত দুই সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত সন্ত্রাসীর লাশ সন্ত্রাসবিরোধী বিভাগে পাঠানো হয়েছে। আর শহীদ নিরাপত্তাকর্মীদের লাশ জোব জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ জুন ২০২৩