শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাকিস্তানের দুই প্রদেশে সেনা মোতায়েন, পাঞ্জাবে হাজার লোক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
পাকিস্তানের দুই প্রদেশে সেনা মোতায়েন, পাঞ্জাবে হাজার লোক গ্রেপ্তার


ইসলামাবাদ, ১০ মে – সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাঞ্জাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য মোতায়নের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এই অনুমোদন দেওয়া হয়।

আগের দিন মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান গ্রেপ্তার হন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ইমরানের গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ইমরানের সমর্থকরা শহরে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। লাহোর সেনানিবাসে বিক্ষুব্ধ সমর্থকরা ভাঙচুর করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সৈন্য মোতায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

এই আদেশে আরও বলা হয়, এই সৈন্য মোতায়েনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেবে প্রাদেশিক সরকার।

পাঞ্জাব সরকারের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মির আল জাজিরাকে সৈন্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, পাঞ্জাব পুলিশ বলছে, এই প্রদেশে প্রায় এক হাজার লোক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এক বিবৃতিতে পুলিশ বলছে, আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩০ জন কর্মকর্তা ও কর্মী সহিংসতায় আহত হয়েছেন।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১০ মে ২০২৩





আরো খবর: