শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাঁচশ’ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কক্সবাজার পৌরসভার র‍্যালী

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৬ এপ্রিল, ২০২২

সংবাদ বিজ্ঞপ্তি ::

চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় আরও ৫শ’ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ জাইকার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কক্সবাজার পৌরসভা।

এ উপলক্ষে বুধবার বিকেলে কলাতলী হোটেল-মোটেল জোন সুগন্ধা সড়কে বিশাল আনন্দ মিছিল করে পৌর পরিষদ। যেখানে বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ অংশ নেয়।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে সী-ইন পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।
এদিকে বহুল প্রত্যাশিত ৫শ’ কোটি টাকার প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন হয়ে গেছে বলে জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম।

এছাড়া চলামান প্রায় ৩০০ কোটি এবং জাইকার সদ্য অনুমোদিত ৫০০ কোটি টাকা বরাদ্দের সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে এই কক্সবাজার একদিন বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুরে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র মুজিবুর রহমান।

এ জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নগর পিতা।

এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ আলী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি) এর আওতায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)।


আরো খবর: