বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাঁচদিনে ১১শতাংশ বেড়েছে সংক্রমণ!

ডেস্ক নিউজ
আপডেট: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

গেল ১৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি; এই পাঁচ দিনে দেশে করোনার সংক্রমণ (শনাক্তের হার) প্রায় ১১ শতাংশের বেশি বেড়েছে, সেইসঙ্গে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগী সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ ফেলবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ শঙ্কার কথা জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

সামগ্রিকভাবে গত বছরের শেষ থেকে শুরু করে নতুন বছরের প্রতিদিনই রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘গত ১৭ জানুয়ারিতেও শনাক্তের হার ছিল ১৭ শতাংশ, ২২ জানুয়ারিতে সেটা পৌঁছায় ২৮ শতাংশের বেশি। হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যাও বাড়ছে এবং কেউ কেউ ভর্তিও হচ্ছেন।

এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে শয্যাসংখ্যার উপরে ক্রমাগত চাপ বেড়েই চলবে, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম। অধিদফতরের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের কাছে আসা তথ্যানুযায়ী, গত তিন থেকে চার মাসের তুলনায় রোগী সংখ্যা অনেক বেশি বেড়েছে। আর এটা অব্যাহত রয়েছে।’
বাংলা ট্রিবিউন


আরো খবর: