শিরোনাম ::
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী! কেন জানেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী! বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা রোপন করতে হবে- কমল এমপি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে সাড়ে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিএটিবি’র বনায়ন নার্সারি এলাকায় এ চারা বিতরণ উদ্বোধন করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ কখনো মানুষের সাথে বেঈমানী করে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয় এবং সেই গাছের বয়স হলে আমরা চড়া দামে বিক্রি করে একটা বড় অংকের অর্থ পেয়ে থাকি। গাছের যখন বয়স হয় তখন গাছ কাটতে হবে এবং সেই একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অধিক চারা রোপন করতে হবে।
তিনি বলেন,‘একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে জননেত্রী শেখ হাসিনার সরকার এ বছর দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেসরকারি খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) বনায়ন নার্সারির মাধ্যমে কক্সবাজারের রামুতে যে এ বছরও ফলজ, বনজ, ঔষধিসহ মোট ৩৫ প্রজাতির সাড়ে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ করছে তা সত্যিই প্রশংসনীয়।
এমপি কমল বলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার রেললাইনসহ প্রধান সড়ক গুলোর পাশে ঝাউ, কৃষ্ণচূড়া জাতীয় গাছ রোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে।
চারা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) এর রিজিওনাল ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম নাছিম, নাইক্ষ্যংছড়ির লীফ ম্যানেজার রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার আব্দুল মালেক, স্থানীয় ইউপি সদস্য হাসান তালুকদার, মোহছেনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এমপি কমল একটি তাল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের শুভ সূচনা করেন।
বিএটিবি কর্মকর্তারা জানান, এসব চারা উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
দুপুরে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সদর উপজেলার খুরুশকুল বঙ্গবন্ধু বাজার এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিকালে তিনি পোকখালী ইউনিয়ন পরিষদে স্থানীয় দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করেন। এ সময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমু, এডভোকেট একরামুল হুদা, ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, রফিকুল ইসলাম চেয়ারম্যান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


আরো খবর: