শিরোনাম ::
দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পরবর্তী শুনানিতে সশরীরে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
পরবর্তী শুনানিতে সশরীরে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে


ওয়াশিংটন, ০৫ এপ্রিল – গ্রেপ্তারের পর ফৌজদারি অপরাধের ৩৪টি অভিযোগে আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় আগামী চার ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে সাবেক এই প্রেসিডেন্টকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ম্যানহাটনের আদালতে আত্মসমর্পণের পর সাবেক প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে হাতকড়া পড়ানো না হলেও আত্মসমর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ নেয়া এবং ছবি তোলা হয়।

এরপর তাকে আদালত কক্ষে নেয়ার পর বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। ৩৪টি অভিযোগের সবগুলোতেই নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এদিন আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাম্প নিউইয়র্ক থেকে উড়ে যান ফ্লোরিডায়।

এ দিনের শুনানিতে বলা হয়, ট্রাম্পের আইনজীবী দল এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো ধরনের আবেদন জানানোর আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় পাবে।

আর কৌঁসুলিরা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা আবেদনের সুযোগ পাবেন। ম্যানহাটনের ফৌজদারি আদালতের বিচারপতি জুয়ান মারচ্যান বলেছেন, আগামী ৪ ডিসেম্বর সশরীর ট্রাম্পের বিরুদ্ধে পরবর্তী শুনানির সময় তিনি এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার এই মামলায় ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেয়াসহ নানা অভিযোগ এসেছে। দেশটির ইতিহাসে ট্রাম্পই কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি, এমন বিচারের মুখোমুখি হচ্ছেন।

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। আমেরিকান পতাকা ও বেলুনে শোভিত বলরুমের স্টেজে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এসব উগ্রবাম প্রসিকিউটররা তাকে যে কোন মূল্যে নির্বাচনের বাইরে রাখতে চায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ এপ্রিল ২০২৩

 





আরো খবর: