শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২

পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শরীয়তপুর কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, ৪টায় তাকে আদালতে ওঠানো হয়। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রোববার যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট-বল্টু। এই নাট বল্টু দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকালে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।


আরো খবর: