শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নৌকায় ভোট চেয়ে নারীভক্তের মায়ের সঙ্গে সেলফি জায়েদ খানের

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
নৌকায় ভোট চেয়ে নারীভক্তের মায়ের সঙ্গে সেলফি জায়েদ খানের


ঢাকা, ২০ ডিসেম্বর – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নৌকার পক্ষে প্রচারণায় নেমে ভোট চেয়ে মেয়ে ভক্তের মায়ের সঙ্গে সেলফি তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড বাজারে নৌকার পক্ষে প্রচারণা চলাকালে এক মেয়ে ভক্তের মায়ের কাছে নৌকায় ভোট চান এই অভিনেতা।

এসময় ভক্তের মায়ের অনুরোধে সেলফি তোলেন জায়েদ খান। নায়ককে উদ্দেশ্য করে ভক্তের মা বলেন, আমার মেয়ে আপনার অনেক বড় ভক্ত। এটা শুনে হাসতে দেখা যায় তাকে।

এদিন বেলা তিনটার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া উপকমিটির পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জায়েদ খান।

সংগঠনটির সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ই আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠসহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার নির্বাচনী প্রচরণা করেন জায়েদ খান। এসময় সাধারন ভোটারদের কাছে নির্বাচনী পোস্টার ও লিফলেট বিতরণসহ নৌকার পক্ষে ভোট চান তিনি।

জায়েদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী এই আসনটি থেকে নির্বাচন করেন। সেই আসনেই আজ আসলাম। আমার কাছে মনে হলো আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর জন্য আমার কিছু একটা করা দরকার। তাই টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে এসে প্রধানমন্ত্রীর পক্ষে প্রচারণা চালালাম।’

ভোটারদের আকৃষ্ট করতে কি করছেন, এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘শেখ হাসিনার মার্কায় ভোটারদের আকৃষ্ট করতে আর কিছু লাগে?জায়েদ খান দাঁড়িয়েছে, এটা শুনেই ভোটাররা আকৃষ্ট হয়ে গেছে। আর কী লাগবে (হাসি)।

এসময় টুঙ্গিপাড়া আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের বাঙালি জাতির পূণ্যভূমি। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়।

আইএ/ ২০ ডিসেম্বর ২০২৩





আরো খবর: