শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ১ বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি অভিনয়ে নাম লেখালেন নায়ক ইমনের স্ত্রী, আসছেন রোমান্টিক গল্পে নির্দলীয় সরকারের অধীনে ভোটের পক্ষে ৮৬% মানুষ ছদ্মবেশে চট্টগ্রামে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরি ঢুকে গেল গাড়ির বিক্রয়কেন্দ্রে, নিহত ১ কক্সবাজারে অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার ২৭ নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরি ঢুকে গেল গাড়ির বিক্রয়কেন্দ্রে, নিহত ১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫




ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর নতুন বাজার প্রগতি সরণি এলাকায় একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বিক্রয় কেন্দ্রে ঢুকে পড়লে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় মারা যাওয়া ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাটারা থানা এলাকায় প্রগতি সরণি সড়কের পাশে ‘এ ওয়ান ট্রেডিং’ নামের পুরনো বিক্রয় কেন্দ্রে ঢুকে পড়া লরিটির চালক ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন থানার এসআই আশরাফুল ইসলাম।

তিনি বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফিরছিল। পথে পুরাতন গাড়ির শোরুমে ঢুকে যায়। সেখানে এক যুবক গুরুতর আহত হলে পথচারীরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল ইসলাম বলেন, অজ্ঞাত নিহত যুবকের পরনে ছিল চেক গেঞ্জি ও ট্রাউজার। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: