মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা বিএম ডিপোর

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো মালিকপক্ষ। এছাড়া গুরুতর আহত বা অঙ্গহানির শিকার প্রত্যেককে ৬ লাখ টাকা করে এবং বাকি আহতদের ৪ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম ডিপোর জিএম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী।
রোববার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএম ডিপোর জিএম এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ৫০০ জনকে কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৮০ জন স্বেচ্ছায় রক্ত দিয়ে রোগীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। অগ্নিদুর্ঘটনায় নিহত কর্মচারীর শিশু থাকলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বেতনের সমপরিমাণ টাকা প্রদান এবং উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।


আরো খবর: