বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নির্বাচন কবে, সেই ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২৫ নভেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন, সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছে প্রেস উইং।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এরআগে, দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরও চার কমিশনার শপথ নেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, এরই মধ্যদিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির নির্বাচন কমিশন প্রত্যাখান প্রসঙ্গে প্রধান উপদেষ্টার আরেক উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন। কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে।

সরকার ব্যাটারিচালিত রিকশা নিয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান চায় জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি।



আরো খবর: