শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নির্বাচনের সিডিউল পরিবর্তনের ইচ্ছা নেই

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
নির্বাচনের সিডিউল পরিবর্তনের ইচ্ছা নেই


ফরিদপুর, ২৭ নভেম্বর – নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেছেন, নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার। বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হলে সেটি জাতির সামনে তুলে ধরা হবে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

আলমগীর হোসেন বলেন, আমরা শুধু আহ্বান জানাতে পারি। আমাদের পক্ষে এ ব্যাপারে আলাদা করে কিছু করার সুযোগ নাই। আর বিএনপির পক্ষ থেকেও এ ব্যাপারে আমাদের কিছু বলা হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিডিউল পরিবর্তন করার ইচ্ছা আমাদের নেই। তবে যদি বিএনপি নির্বাচনে আসতে চায় সে ক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো।

সভায় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ নভেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নির্বাচনের সিডিউল পরিবর্তনের ইচ্ছা নেই first appeared on DesheBideshe.



আরো খবর: