সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

ঢাকা, ০৪ জানুয়ারি – নির্বাচনী সহিংসতায় দায়ের করা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ ছালাম এ সংক্রান্ত একটি চিঠি ঝিনাইদহ পুলিশ সুপারকে পাঠিয়েছেন।

ইসি চিঠিতে জানায়, ৮১ ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাইয়ের সমর্থক কামরুল ও উকিল মুসল্লিসহ ১০/১২ জন সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের সমর্থকরা গত ২৬ ডিসেম্বর আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম বাজারের নিকটে মোল্যা পাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় ২টি মামলা দায়ের হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ফলে, বর্ণিত মামলা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ অবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ পুলিশ সুপারকে অনুরোধ করা হলো।

সূত্র: ঢাকা পোস্ট

 


আরো খবর: