বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাশকতার মামলায় সাবেক সেনাপ্রধানের বড় ভাই গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ০১ ডিসেম্বর – গ্রেপ্তার হলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাই খুলনা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিক। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় রফিককে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগস্ট নগরীর খালিশপুর থানায় মামলা করেন এক বিএনপি নেতা। মামলায় ৭০ নম্বর আসামি রফিক উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম।

তিনি জানান, দুটি ভাঙচুরের মামলায় রফিক উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান মো. তাজুল ইসলাম।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৪



আরো খবর: