শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাশকতার অভিযোগে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩


নোয়াখালী, ২৫ নভেম্বর – নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার ভোর ৫টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


আরো খবর: